জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত একটি গানে মডেল হচ্ছেন অভিনেত্রী তারিন জাহান। গানের শিরোনাম ‘রক্তমাখা সিঁড়ি’। ‘আমি দেখেছি সিঁড়ি বেয়ে কেমন করে পিতার বুকের রক্ত ঝরে, আমি দেখেছি দুচোখ বেয়ে কেমন করে ভোরের শিশির ঝরে’-এমন কথামালায় সাজানো গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং।
সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গেয়েছেন নিশিতা বড়ুয়া। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আজ বঙ্গবন্ধুর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ও আশপাশে তার স্মৃতিবিজড়িত জায়গায় গানটির ভিডিও ধারণ করা হবে। এটি নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি। গানটি প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘পিতার রক্তমাখা সিঁড়ি বেয়েই যেন বাংলাদেশ। আমাদের নদী, ভোরের শিশির, ঝরনা যেন পিতার বুকের রক্তে রঞ্জিত। আমি মনে করি, এ গানটির মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধুকে তাদের চেতনার বাতিঘরে খুঁজে পাবে।
তাই বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত জায়গাগুলোতে আমরা শুটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। এটি হবে মূলত একটি ডকুমেন্টারি ভিডিও। যেখানে শিল্পীরও উপস্থিতি থাকবে।’ এ গানের ভিডিওতে অংশ নেওয়া প্রসঙ্গে তারিন বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এ গানটির ভিডিওতে অংশ নিতে পারছি, এটি বেশ ভালোলাগার। আমার বিশ্বাস এতে করে বঙ্গবন্ধুর প্রতি নতুন প্রজন্মের মধ্যে আরও বেশি বোধ তৈরি হবে।’ গানটি ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষ্যে সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।