জনপ্রিয় নিরামিষভোজী সোশ্যাল ইনফ্লুয়েন্সার ঝান্না স্যামসোনোভা অনাহারে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। গত এক দশক ধরে নিরামিষ খাবার খাচ্ছিলেন তিনি। আর সোশ্যাল মিডিয়ায় প্রায়ই কাঁচা খাবার দাবারের প্রচারণা করতেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন বলছে, স্যামসোনোভা রাশিয়ান নাগরিক। টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ঝান্না ডি’আর্ট নামে পরিচিত ছিলেন তিনি।
গত ২১ জুলাই দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি সফরের সময় চিকিৎসা নেয়ার পরে মৃত্যু হয় তার। স্যামসোনোভার এক বন্ধু নিউজ ফ্ল্যাশকে বলেছে—কয়েক মাস আগে শ্রীলঙ্কায় বেশ ক্লান্ত দেখাচ্ছিল তাকে। তার পা ফোলা ফোলা ছিল। আমরা তাকে চিকিৎসার জন্য বাড়িতে পাঠিয়েছিলাম। কিন্তু পরে সে আবার ফিরে আসে। পরে তাকে ফুকেটে দেখতে পেয়ে আতঙ্কিত হয়েছিলাম।
স্যামসোনোভার বন্ধু আরও যোগ করেন, আমি প্রতিদিন সকালে তার প্রাণহীন দেহ খুঁজে পাওয়ার ভয় করতাম। তাকে চিকিৎসার জন্য রাজি করিয়েছিলাম। কিন্তু সে চিকিৎসা করতে পারেনি।
স্যামসোনোভার মা মেয়ের এ মৃত্যুকে কলেরার মতো সংক্রমণ বলে দায়ি করেছেন। তবে এখনো স্যামসোনোভার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এদিকে স্যামসোনোভার একজন বন্ধু দাবি করেছেন, গত সাত বছর ধরে স্যামসোনোভা শুধু মিষ্টি কাঁঠাল ও ডুরিয়ান খেয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।