হাল সময়ে নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তাকে নাটকের রানি বলা হয়ে থাকে। উৎসব-পার্বণে মেহজাবীনের নাটক আলাদা মাত্রা তৈরি করে। দর্শকদের বিশেষ আনন্দ দেয়।
নাটকের পরিচিতজনরা সম্প্রতি ওয়েবে ঝুঁকেছেন। সে তালিকায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরীও। এই যেমন আজ মুক্তি পেয়েছে তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’।
শোনা যাচ্ছে সিনেমায় থিতু হতে চাইছেন মেহজাবীন। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেহাজাবীন দুই নায়কের প্রশংসা করেছেন।
সিয়াম ও আরেফিন শুভর প্রশংসা করেছেন মেহজাবীন। তিনি বলেছেন, ‘এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। দর্শকরা হলে আসছে। আরিফিন শুভ ভাইয়ার ‘ব্ল্যাক ওয়ার’ চলছে। তিনি এই ছবিটার জন্য অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। তার এই পরিশ্রমকে সাধুবাদ জানিয়ে হলেও সবার উচিত সিনেমাটা দেখা। এর পর সিয়াম আহমেদের একটা সিনেমা দেখেছি যেটার নাম ‘মৃধা বনাম মৃধা’। এই ছবিতে সিয়াম খুবই চমৎকার অভিনয় করেছেন। এ ছাড়া প্রত্যেকেই অনেক ভালো করেছেন। ছবিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে এত ভালো ভালো ছবি হচ্ছে, সেগুলো সাপোর্ট পেলে সামনে আরও ভালো ভালো সিনেমা হবে বলে মনে করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।