চলমান মহামারি করোনাভাইরাসের টিকা নিয়েছেন টালিউড অভিনেত্রী তথা সঞ্চালিকা রচনা ব্যানার্জী। তবে টিকা নিয়ে ভালো নেই তিনি। অসুস্থবোধ করায় বিশ্রামে পাঠানো হয়েছে তাকে।
মঙ্গলবার (৯ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনার টিকা নেন রচনা ব্যানার্জী।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টিকা নিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রচনা ব্যানার্জী। জ্বর ও মাথা ঘুরছে তার। তাই দুই দিন বিশ্রামে থাকবেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টেও এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, বি-টাউনে কমল হাসান, শিল্পা শিরোদকারসহ বহু তারকাকেই করোনার টিকা নিতে দেখা গেছে। তবে টালিউডে এখনও তারকাদের টিকা নিতে দেখা যায়নি। সরকারি হাসপাতালে বিনামূল্যেই মিলছে টিকা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দাম সর্বোচ্চ ২৫০ টাকায় বেঁধে দিয়েছে সরকার।
সূত্র: জি নিউজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।