বলিউড সেনসেশন উর্বশী রৌতেলা। তার উষ্ণ ছবিতে অনুরাগীদের মনে দাগ কাটেন সব সময়। এবার সারা শরীরে কাদা মেখে ছবি দিলেন অভিনেত্রী।
কোনও ফোটোশ্যুটের জন্য নয়, রানি ক্লিয়োপেট্রার দেখানো পথ দিয়ে চলার জন্যই এই ব্যবস্থা। উর্বশী তার পোস্টে কাদার উপকারিতা সম্পর্কেও জানালেন অনুরাগীদের। ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি টুলের উপরে বসে রয়েছেন তিনি। চোখ তার বন্ধ। সারা শরীরে কাদা মাখা।
একটি হাত অন্য হাতের বাহুতে রাখা। উর্বশীর এই ছবি দেখে চমকে উঠেছেন নেটাগরিকরা। যেন রক্তমাংসের মানুষ নন, কোনও শিল্পীর বানানো স্থাপত্য। অভিনেত্রীর মতে, কাদা স্নান ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, মন শান্ত থাকে কাদা স্নান করলে।
তাই ছবির সঙ্গে লিখেছেন, ‘আমার সব থেকে পছন্দের কাদা স্নান অথবা বাল যায় মাড থেরাপি।’ তার পরে তিনি ইতিহাসে পাতা খুলেছেন তার পোস্টে। রানি ক্লিয়োপেট্রা কাদায় স্নান করতে ভালবাসতেন। তার কথায়, ‘যদিও আধুনিক অনুরাগীরা রানির পরে আমার নাম অন্তর্ভুক্ত করেন।’
তার পোস্ট থেকে জানা যায়, এই কাদামাটি খনিজ সমৃদ্ধ। ত্বকের জন্য ভাল বলে বিবেচিত হয় বহু বছর ধরে। এমনকি শরীরে কোনও ব্যথা হলেও কাদা স্নান তা দূর করতে পারে। প্রসঙ্গত হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলির মতো একাধিক তারকাও কাদা স্নানের উপকারিতায় বিশ্বাসী।
তাদেরকেও ক্লিয়োপেট্রার অনুগামী বলা যেতে পারে। তামিল ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন উর্বশী। বড় প্রযোজনা সংস্থার সিনেমায় কাজ করতে চলেছেন। এই ‘অ্যাকশন’ ঘরানার সিনেমাতে নিজেই সমস্ত ‘স্টান্ট’ করবেন বলে বহু দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। সুত্র-আনন্দবাজারপত্রিকা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।