বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ তরুণ প্রজন্মের নৃত্যশিল্পীদের একজন নাইমুজ ইনাম নাইম। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ যুক্তরাজ্যের বন্ধুত্বের সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্যশিল্পী হিসেবে অংশগ্রহণ করতে লন্ডন যাচ্ছেন নৃত্যশিল্পী নাইম। আগামী ২৬ শে মার্চ লন্ডনে উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। ২৮ তারিখ সেন্ট্রাল লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে,
২৯ তারিখ বার্মিংহামে সহকারী হাই কমিশনার এর উদ্যোগে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এরপর ৩০ তারিখ বাংলাদেশ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবেন বাংলাদেশ থেকে আগত এই নৃত্যশিল্পী।
উল্লেখ্য যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ১২ সদস্যের নৃত্যশিল্পী দল লন্ডন আসছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বের সুবর্ণজয়ন্তীর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।