ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। হঠাৎই ফেসবুকে লাইভে এসে অঝোরে কাঁদলেন পূজা। আচমকা এমন কান্নায় হতভম্ব তার ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে এবারই প্রথম লাইভে এসে অঝোরে কাঁদলেই এই নায়িকা। পূজা ছোটবেলা থেকেই পশুপ্রেমী।
এটা তার পরিচিত অনেকই জানেন। তার পোষ্য বিড়ালটি আর বেঁচে নেই, ঘরের বারান্দা থেকে পড়ে মারা গেছে। আর এ জন্যই পূজার লাইভে এসে এমন কান্না। লাইভে তিনি কান্না কণ্ঠে বলেন, গত চার বছর ধরে আমরা একসঙ্গে ছিলাম।
সকাল বেলাও তাকে আমি গোসল করিয়ে দিয়েছি। তবে হঠাৎ করে কি হলো বুঝতে পারিনি। বারান্দা দিয়ে লাফ দিল নাকি পড়ে গেল, এখনও ক্লিয়ার না। তবে লাফ দেওয়ার কথা নয় কারণ, তার পরিচিত বারান্দা এটি। বিড়াল পড়ে যাওয়ায় নায়িকা পূজাও নিচে নেমে তার বডি(বিড়াল) সঙ্গে করে নিয়ে আসেন। প্রিয় প্রাণীটিকে সমাহিত করবেন খুব দ্রুতই।
কলমকথা/সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।