বাংলা টেলিভিশনের অন্যতম সফল অভিনেত্রী তৃণা সাহা। দিন কয়েক আগেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণা। লিখেছিলেন- ‘সিনেমার অভিনেতা/অভিনেত্রী বা টেলিভিশনের অভিনেতা/অভিনেত্রীদের কি কোনো শ্রেণী দিয়ে ভাগ করা যায়?’ সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে অভিনেত্রী।
কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ-রানিদের সঙ্গে এক মঞ্চে ধরা দিয়েছেন ছোট পর্দার গুণগুণ। সেখানে শাহরুখ খানের সঙ্গে তৃণার ছবি ভাইরাল হয়।
টেলি নায়িকার হাতে আলতো চুমুও খেয়েছিলেন বাদশা। আর এবার কি বলিউড থেকে ডাক পেলেন তৃণা? বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এয়ারপোর্ট থেকে একটি ছবি পোস্ট করেন তৃণা।
সেখান লেখা- ‘সি ইউ মুম্বই’। তৃণার পরনে শরীর চাপা সাদা প্যান্ট, কালো টি-শার্টের উপর সুবজ জ্যাকেট পরেছেন অভিনেত্রী। সঙ্গে একটি কালো রঙা স্লিং ব্যাগ।
খোলা চুল আর রোদচশমায় ঝলমল করেছেন নায়িকা। তাহলে কার সঙ্গে দেখা করতে মায়ানগরীতে তৃণা? বলিউড থেকে ডাক পেয়েই আরব সাগর পারে উড়ে গেলেন?
এই ব্যাপারে এক গণমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘না, বলিউডে কোনো কাজের জন্য নয় এবং বিজ্ঞাপনের কাজের জন্যই আসা’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।