কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং নিক জোনাস। ইনস্টাগ্রামে নায়িকা নিজেই জানিয়েছেন সে কথা। এরপর থেকে অনেকেই মনে করছেন তাদের বিয়ে ভাঙার জল্পনায় আপাতত ইতি পড়ল। প্রিয়াঙ্কার সঙ্গে অনেকের সম্পর্কের গুঞ্জন ছিল। সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা শোনা যায় তার নাম শাহরুখ খান।
বলিউডে ক্যারিয়ারের শুরুতেই নাকি শাহরুখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। হলিউডে সাফল্যের ফাঁকেও শাহরুখের সঙ্গে তার সম্পর্কের কথা উঠে এসেছে। শাহরুখের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা এক সময় একটি চ্যাট শোয়ে কার্যত স্বীকার করে নেন প্রিয়াঙ্কা। সে সময় একটি জ্যাকেট দেখিয়ে তিনি জানিয়েছিলেন, তার প্রাক্তন প্রেমিক তাকে সেটি উপহার দিয়েছেন।
একই রকম জ্যাকেট শাহরুখকেও পরতে দেখা গেছে! বলিউডে আরও একটি গুঞ্জন রয়েছে। অনেকে বলেন, কানাডার টরন্টোয় গোপনে বিয়েও করে ফেলেছিলেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার অসুস্থ বাবা নাকি নিজের মেয়ের বিয়ে দেখে যেতে চেয়েছিলেন। তবে সত্যি-মিথ্যে যা-ই হোক না কেন, ‘ডন-২’-এর পর প্রকাশ্যে দূরত্ব বজায় রেখেই চলেছেন দুই তারকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।