ভারতের দক্ষিণী সিনেমার চিত্রনায়ক শিবকার্তিকেয়ন গত ফেব্রুয়ারিতে পরিচালক অনুদীপের নির্মাণ ‘এসকে২০’ নামে একটি সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। তবে সিনেমাটিতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে ছিল সংশয়।

এবার জানা গেল, শিবকার্তিকেয়নের নায়িকা চরিত্রে দেখা যাবে ইউক্রেনের মডেল-অভিনেত্রী মারিয়া রিবোশাপকাকে। প্রযোজনা প্রতিষ্ঠান সুরেশ প্রোডাকশনের অফিশিয়াল টুইটারে মারিয়ার একটি ছবি পোস্ট করে লিখেছে—‘ ‘এসকে২০’ সিনেমার প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করবেন মারিয়া।

গর্জিয়াস এই অভিনেত্রীকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেয়ের আনন্দিত।’’ টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এ সিনেমার টিম বর্তমানে আরেকটি সিনেমার শুটিং করছে। চলতি মাসের শেষে ‘এসকে২০’ সিনেমার অল্প কিছু দৃশ্যের শুটিং হবে। আগামী এপ্রিলে পুরোদমে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— সত্যরাজ, নবীন, আমরিন প্রমুখ। শ্রী ভেঙ্কটেশ্বরা ফিল্মস ও সুরেশ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর সংগীত পরিচালনা করবেন থম্যান।

 

 

কলমকথা/ বিথী