আল সামাদ রুবেল, বিনোদন প্রতিবেক: আসন্ন অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী সূচনা সিকদার। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সূচনা সিকদার কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন। এ তথ্য সাংবাদিকদের সূচনা নিজেই নিশ্চিত করেছেন।
নির্বাচনে অংশগ্রহণের কারণ জানতে চাইলে সূচনা সিকদার বলেন, ‘আমার মনে হয় শিল্পীদের নিয়ে আমার কাজ করা উচিত। আমি যদি শিল্পী সংঘের সদস্য নির্বাচিত হই, তাহলে শিল্পীদের পাশে সবসময় থাকতে পারবো। অভিনয় শিল্পী সংঘের হয়ে কাজ করার লক্ষ্যেই আমার সহকর্মী শিল্পী, সাংবাদিক ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি।
সূচনা সিকদার আরও বলেন, ‘আমি নিঃস্বার্থভাবে কাজ করবো সবার জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো নিঃস্বার্থভাবে শিল্পীদের জন্য কাজ করতে পারি। সর্বপরি তিনি বলেন শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী হয়ে যদি জয়ী হতে পারি তাহলে শিল্পীদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।