অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তার কপাল গড়িয়ে রক্ত ঝরেছে। সেই রক্তমাখা ছবি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সাবেক মিস ইউনিভার্স। আঘাতটা গালে লেগেছে ভেবেছিলেন প্রিয়য়াংকার ভক্তদের কেউ কেউ। সে ধারণা ভুল জানিয়ে প্রিয়য়াংকা লিখেছেন, ‘কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়?

ভ্রুর কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রুর ওপর কেটে যাওয়া অংশও দেখান তিনি। করোনার বাধা পেরিয়ে লন্ডনে অ্যাকশনধর্মী ‘সিটাডেল’ সিরিজের শুট করছেন প্রিয়য়াংকা। ছবিতে এক গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন তিনি। অ্যামাজন প্রাইমে ছবিটি মুক্তি পাওয়ার কথা। তা হলে ‘সিটাডেল’-র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক ঘটতে যাচ্ছে অভিনেত্রীর।

 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস