ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ১৯তম দিনে রুশ সেনাদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে ইউক্রেন। মস্কো-কিয়েভের লড়াইয়ে উত্তপ্ত বিশ্ব। এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আচমকা ভাইরাল হয়েছে বলিউড সুপারস্টার শাহরুখের একটি ভিডিও।
তাতে যুদ্ধ নিয়ে সরব বলিউড বাদশা। ভাইরাল হওয়া ভিডিওতে শাহরুখ খানকে বলতে শোনা যাচ্ছে, শুধু মৃতেরাই যুদ্ধের শেষ দেখেছেন। কেউ জানে না এ যুদ্ধের শেষ কোথায়। যারা মারা গেছেন, একমাত্র তাদের জন্যই শেষ যুদ্ধ। অনেক একাকিত্ব আছে যুদ্ধে। যুদ্ধ মানেই অনেক দুঃখ।
ভালো, খারাপ, বাজে, প্রতিশোধ, যে যাই নাম দিক না কেন; যুদ্ধ মোটেই ভালো নয়। শান্তি, ভালোবাসার বিকল্প হতে পারে না যুদ্ধ।
কলমকথা / সাথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।