‘ললনা’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে পরিচিতি পেয়েছেন শেখ সাদী। এবার শেখ সাদী নিয়ে আসছেন নতুন গান-ভিডিও ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’। এই গানটির ভিডিওতে শেখ সাদীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত নায়িকা ফারিন খান। এবারই প্রথম দুজন একসঙ্গে কোনো কাজ করলেন। গানটির কথা লেখক মেহেদী হাসান লিমন। সুরকার আসিফ শাহরিয়ার। সংগীতায়োজনে আলভী আল বেরুনী।
গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। শেখ সাদী বলেন, এই গানটির ভিডিও নির্মাণ করতে গিয়ে আমাদের মনে হয় ফারিন খান হলে ভালো হবে। সে দারুণ কাজ করেছে। কাজটি নিয়ে আমরা পুরো টিম সন্তুষ্ট। আশা করি সবাই পছন্দ করবেন। ফারিন খান বলেন, শেখ সাদী গায়ক হলেও তার মধ্যে অভিনয় গুণ আছে।
তার সব গানে সে নিজেই মডেল হয়। তার সঙ্গে এই কাজটি আমি খুব উপভোগ করেছি। এখন দর্শক-শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা দেখার অপেক্ষায়। রোববার (১৩ মার্চ) ইউটিউবে নিজের নাম খোলা চ্যানেলে ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ উন্মুক্ত করবেন শেখ সাদী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।