![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/3413c76c-75f9-4594-931e-ccf1f053b94f_nn.jpg)
গত এক যুগ ধরেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের নাড়া দেন তিনি।দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার সুযোগ একেবারেই নেই।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/68cfe334-132b-43af-80cd-184a983eada4_nn.jpg)
এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন। এবার ফের নতুন লুকে সামাজিক মাধ্যমে হাজির হলেন এই অভিনেত্রী।
এমন আবেদনময়ী রূপে আর কখোনোই দেখা যায়নি তাকে। বেশ খোলামেলা অবস্থায় হাজির হয়েছেন তিনি। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জয়া তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/1e7edd5c-df45-4892-bac4-7256b34dc4c6_nn.jpg)
আর ওই পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। ফারহানা নামের এক ভক্ত কমেন্টে লিখেছেন, শৈত্য প্রবাহ কে ভেঙেচুরে গুঁড়ো গুঁড়ো করে দিলেন জয়া আহসান।
![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/01/d66e7001-75d2-425b-a7ea-7cfe198ba701_nn.jpg)
জয়ার আরেক অনুরাগী নাসির লিখেছেন, এইটা কোনো কথা তাও আবার এই শীতে! এছাড়াও নির্ঝর মামিন কমেন্টে বলেছেন, এবার যদি শীত একটু কমে!
গত ১৩ ঘণ্টায় জয়ার ওই পোস্টে ৩১ হাজারের অধিক কমেন্ট এবং প্রায় দেড় হাজার শেয়ার হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।