কিংবদন্তি সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে নতুন একটি গান। এর নাম ‘প্রেমের মন্ত্র’।
রোমান্টিক কথামালায় গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ। সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার ও জনপ্রিয় গায়ক বেলাল খান। সংগীতায়োজনে আছেন শোভন রায়।
রিপন মাহমুদ জানান, প্রযোজনা প্রতিষ্ঠান এম আর বেস্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে গানটি মুক্তি পেয়েছে।
সুনামগঞ্জের মনোরম স্থানে এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপক ইমতু রাতিশ এবং সাবরিনা তন্নী। ভিডিওটি নির্মাণ করেছেন জি স্বাধীন।
রিপন মাহমুদ বলেন, ‘কুমার বিশ্বজিৎ আমাদের সবার কাছে স্বপ্নের গায়ক। তার কণ্ঠ সেই কৈশোর থেকে মুগ্ধ করে রেখেছে আমাদের। তার জন্য গান লিখতে পেরে আমি আনন্দিত তো বটেই, ছোট্ট ক্যারিয়ারে এটাকে অনেক বড় প্রাপ্তি মনে করছি।’
তিনি আরো বলেন, ‘‘আমরা চেষ্টা করেছি একটি শ্রোতাপ্রিয় গান নিয়ে আসতে। আশা করছি, দাদার গানের যারা ভক্ত ও অনুরাগী তাদের মনে ধরবে ‘প্রেমের মন্ত্র’। শ্রোতারা গানটি শুনলেই আমাদের সবার শ্রম স্বার্থক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।