ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছেন। তাদের পাশে দাঁড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফের শুভেচ্ছাদূত। এক ভিডিও বার্তায় তিনি বিশ্বনেতার প্রতি আহ্বান জানিয়েছেন, ‘আমরা চুপচাপ দাঁড়িয়ে এসব দেখতে পারি না।
সঙ্কট তীব্রতর হয়ে গেছে এবং এ সঙ্কট সমাধানে বিশ্বনেতাদের পদক্ষেপ নিতে হবে।’ প্রিয়াঙ্কা আরও বলেন, ‘ইউক্রেনের ২০ লাখ শিশু সবকিছু ফেলে নিরাপত্তার খোঁজে প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। ২৫ লাখ শিশু অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।