বিনোদন প্রতিবেদক: প্রকাশ পেতে যাচ্ছে সমীরণ ও ঐশী’র দ্বৈত গান ‘ওরে মন তুই কখন’। সম্প্রতি গানের মিউজিক ভিডিও এর কাজ সম্পন্ন হয়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমীরণ দেওয়ান। এ প্রসঙ্গে সমীরণ দেওয়ান বলেন- গানটি তৈরী করার সময় আমার লক্ষ্য ছিল গানটি যেন সব সময় টিকে থাকে।
সবার কাছেই ভাল লাগতে হবে এমনটি নয়। দশজন শ্রোতার কাছে যদি গানটা সারাজীবন পছন্দের তালিকায় থাকে এটাই সব থেকে বড় অর্জন। গানটার রেকর্ডিং ও মিউজিকের কাজ অনেকদিন আগেই করা হয়েছিলো। বিভিন্ন জটিলতা ও ব্যস্ততার কারনে গানটা এতোদিনেও প্রকাশ করা হয়নি।
তবে এই বছরটা শেষ হওয়ার আগেই আশা করি গানটা প্রকাশ পাবে। এ প্রসঙ্গে রাকিবা ঐশী বলেন- সেরা কণ্ঠ শেষ হবার কিছুদিন পরেই এই গানটায় ভয়েস দিয়েছিলাম। বিষয়টা খুব আনন্দের ছিলো আমার জন্য। এটাই সমীরণ দাদার সঙ্গে আমার প্রথম কাজ ছিল।
বেশ কিছুদিন আগে উনার কম্পোজিশনে আরেকটা গানেও ভয়েস দিয়েছি। আশা করি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।। খুব শীঘ্রই গানটা প্রকাশিত হবে সমীরণ দেওয়ানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।