সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এবার এর বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন পরিচালক, শিল্পীসহ কলাকুশলীরা। নাটক, মঞ্চ, সংগীতসহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের তারকারা একতাবদ্ধ হয়ে নেমেছেন রাজপথে। তারা ব্যানার-ফেস্টুন আর স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন।
উদ্যোগটি নিয়েছেন টেলিভিশন সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
আজ ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সমাবেশ করছেন শিল্পীরা। ‘ঐতিহ্য ও কৃষ্টির এই দেশে, থাকি সবাই মিলেমিশে’- এই স্লোগান নিয়ে রাজপথে যেসব তারকা নেমেছেন তাদের মধ্যে আছেন- মামুনুর রশীদ, তারিক আনাম খান, শমী কায়সার, দীপা খন্দকার, মীর সাব্বির, সাজু মুনতাসির, নিমা রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে গোলাম কুদ্দুস, সম্প্রীতির বাংলাদেশের সভাপতি পীযুষ বন্দ্যোপাধ্যায়, নির্মাতা গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, চয়নিকা চৌধুরী, শিহাব শাহীন, কামরুজ্জামান সাগর, নৃত্যশিল্পী শিবলী মোহম্মদ, নাদিয়া আহমেদ, নাট্যকার মাসুম রেজা, সংগীত ঐক্য বাংলাদেশ থেকে সংগীতশিল্পী সন্দীপন দাস, সমরজিৎ রায়, জয় শাহরিয়ার, সংগীত পরিচালক রিপন খান, দেবাশীষ বিশ্বাস, ফেরদৌস বাপ্পীসহ আরও অনেকে।
তারিক আনাম খান বলেন, ‘আমি মুক্তিযুদ্ধে সরাসরি যুক্ত ছিলাম। এমন ঘটনা দেখে ব্যক্তি হিসেবে আমার খুব কষ্ট হয়।প্রতিবাদ যেভাবে হওয়া উচিত ছিল, সেভাবে হচ্ছে না।রাজনৈতিক দলগুলো খুব নিভু নিভু জায়গা থেকে করছে। ভোটের রাজনীতি, ক্ষমতার রাজনীতি থেকে সরে এসে উন্নত সমাজ তৈরি করতে না পারলে আমরা কেউই নিরাপদ না।’
অভিনেত্রী তারিন বলেন, ‘সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে- এটা খুব দুঃখজনক। আমার জন্ম কুমিল্লাতে। ছোটবেলায় আমি যে পরিবেশে বড় হয়েছি, প্রত্যেকটি ধর্মের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে বড় হয়েছি।আমাদের ভেতরে সম্প্রীতি ছিল।কিন্তু কিছু দিন আগে কুমিল্লা ছাড়াও বিভিন্ন জায়গায় যে ঘটনাটি ঘটেছে, বোঝাই যাচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিত।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।