২০০২ সালে জনার প্রথম সিনেমা ‘হৃদয়ের বাঁশী’তে নায়ক হিসেবে কাজ করেছিলেন শাকিল খান। তারপর থেকেই এই জুটির মধ্যে বাড়তে থাকে সম্পর্কের গভীরটা। সে বছরই বিয়েও করে ফেলেন তারা। কিন্তু এই দম্পতির সংসার বেশিদিন টেকেনি। ২০০৩ সালেই বিচ্ছেদ হয়ে যায় তাদের।
বিচ্ছেদ দলেও এই জুটির সংসারে রয়েছে একটি পুত্রসন্তান। যার নাম আরিয়ান খান। বর্তমানে আরিয়ান খান মায়ের সঙ্গেই আছেন। চলচ্চিত্রকে বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন জনা। সম্প্রতি দেশে ফিরেই শাকিল খানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘২০০৩ থেকে আরিয়ান আমার সঙ্গে আছে। ওর বয়স এখন ১৮। শাকিল খান কি সন্তানের খবর নেন? প্রতিবেশীদের মতো মাঝেমধ্যে খবর নেন তিনি’।
এই অভিনেত্রী আরও বলেন, ‘তার (শাকিল খান) যখন বিয়ে হয়নি তখন সে রেগুলার আসতো। ওর বয়স সাত-আট বছর তখন প্রতিবার ঈদে ওকে (আরিয়ান) নিয়ে শপিংয়ে যেত। এরপর ২০১৮ সালেও এসেছিল। তখন ও বাবাকে ঠিকমত চেনেও না। ও যেতে চায়নি। মা জোর করে পাঠিয়েছিলেন’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।