বলিউডের জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের একটি গান ইউটিউবে ব্যাপক ঝড় তুলেছে।

‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ গানে সালমনের ‘সোয়াগ’ আর ক্যাটরিনার নাচ, দুইয়ে মিলে ঝড় তুলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর প্রথম গান।

‘সোয়াগ সে করেঙ্গে সবকা সোয়াগত’ গানটির শ্যুটিং হয়েছে গ্রিসে। আলি আব্বাস জাফরের পরিচালনায় গানটিতে সালমান খান ও ক্যাটরিনা ছাড়াও মোট ১০০ জন পেশাদার নৃত্যশিল্পী পারফর্ম করেন।

ইরশাদ কামিলের রচনা বাদ দিলে বাকি সালমান-ক্যাটের নাচ আর বিশাল শেখরের সঙ্গীতারোপ যে ফের একবার কামাল করেছে বলাই বাহুল্য।

টাইগার জিন্দা হ্যায় সিনেমা সালমান খানকে দেখা যায় ভারতীয় গোয়েন্দাবাহিনীর সদস্য ‘টাইগার’-এর ভূমিকায়।  আর ক্যাটরিনা ‘জোয়া’কে দেখা যায় পাকিস্তানি চরের ভূমিকায়। আর এই দুজনের প্রেম নিয়ে তৈরি ফিল্মর গল্প।

২০১৭ সালে ‘সোয়াগ সে সোয়াগত’ মুক্তি পেতেই ইন্টারনেটে ট্রেন্ড করছে শুরু করে। দর্শকপ্রিয়তার দিক দিয়ে এটি ইউটিউবে এখন পর্যন্ত সালমান-ক্যাটরিনা কাইফের সেরা গান হিসেবে বিবেচিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮৭ কোটিরও বেশি মানুষ গানটি দেখেছেন।