পর্দায় গল্পের প্রয়োজনে অসংখ্য চরিত্রে অভিনয় করেন অভিনয় শিল্পীরা। চরিত্রকে জীবন্ত ফুটিয়ে তুলতে নিজের ছক ভেঙে কখনো কখনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন শিল্পীরা।

তবে অনেক তারকায় রয়েছে যারা এমন দৃশ্যে অভিনয় করতে রাজি হন না। নির্মাতা সেসব দৃশ্যে গল্পের প্রয়োজনে ব্যবহার করেন ডামি। এসব দৃশ্যে অভিনয়ে বেশ বিবৃত হন দক্ষিণের সুপার স্টার প্রভাস।

ভারতীয় গণমাধ্যমে জানালেন নিজের ক্ষোভের কথা। ‘বাহুবলী’ ক্ষ্যাত অভিনেতা প্রভাস বলেন, তিনি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য করতে চান না।

তিনি আরও বললেন, বাণিজ্যিক সিনেমা হলে ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলা যায়। কিন্তু পরিচালক যখন প্রেমের সিনেমা তৈরি করেন তখন ঘনিষ্ঠ দৃশ্য এড়িয়ে চলা সম্ভব নয়। তাই করতেই হয়। আমি তখন রোমান্টিক শট দেওয়ার সময় দেখে নিই চারপাশে কত জন লোক আছে!

প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত ‘রাধে-শ্যাম’ গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে মুক্তির তারিখ। পরিস্থিতি ঠিক থাকলে আগামী ১১ মার্চ প্রেক্ষাগৃহে আসবে এই সিনেমাটি।