প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই তারকা শিল্পী সিয়াম আহমেদ ও শবনম বুবলী। ওয়েব ফিল্মটির নাম ‘টান’। দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।
মাত্র ৫৩ সেকেন্ডের সেই টিজারে একটি র্যাপ গানের তালে তালে দেখা যাচ্ছে সিয়াম আর বুবলীকে। ‘পাপ করে কে? পায় কে শাস্তি? কে যে ধরে কার কান।
লাভ নাই এত্ত ভাবনা ভাইবা সব ভুইলা জোরে মার টান…’ র্যাপ গানটির শেষ লাইন দুটি এমনই। গানটির সঙ্গে তাদের দুইজনের লুকও ছিল বেশ চোখে পড়ার মতো। অবনী-রাশেদ দুজনেই হৃদয়ের টানে পালিয়ে যায় দুরান্তে।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।