ভারতীয় রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর তৃতীয় সিজনে সেরার হলেন সুচিস্মিতা। প্রতিযোগিতাটিতে দ্বিতীয় স্থান পেলেন মানসী ও তৃতীয় যুগ্মভাবে হলেন প্রণয় ও কুমার গৌরব। টানা ১০ ঘণ্টা ধরে চলা চূড়ান্ত পর্বে জনপ্রিয় বাঙালি শিল্পী ছাড়াও এলেন বলিউডের একাধিক তারকা।

তাদের কেউ নিজেদের গানে, কেউ নাচে আলো করে রাখলেন মঞ্চ। বিচারকের আসনে আকর্ষণ ছিলেন মাধুরী দীক্ষিত। কখনও গানের ছন্দে নাচলেন, কখনও নিজেও হাতে তুলে নিলেন মাইক। গেয়ে উঠলেন গান!

সব মিলিয়ে প্রতিযোগীদের তো বটেই, বিচারকদেরও মন জয় করে নিলেন তিনি। সুপার সিংগারের মঞ্চে আরো ছিলেন শান, কবিতা কৃষ্ণমূর্তি, বাদশার মতো তারকারা।

সমস্ত প্রতিযোগিতারই শেষ বিজয়ী ঘোষণা করতে হয়। ঠিক সেভাবেই কারও কারও মন ভেঙে গেলেও ঘোষিত হল বিজয়ীর নাম। সেই সম্মান পেলেন সুচিস্মিতা। আর তার মাথায় সেরা মুকুটু পরিয়ে দিলেন মাধুরী।

 

 

কলমকথা/ বিথী