মার্কিন তারকা শিল্পী জাস্টিন বিবারের কনসার্টের বাইরে গোলাগুলির ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) লস এঞ্জেলসের ‘দ্য নাইস গাই’ রেস্তোরাঁয় চলা সেই কনসার্টে উপস্থিত হয়েছিলেন হলিউডের বেশ কয়েকজন তারকা।

পরে হঠাৎ গভীর রাতে রেস্তোরাঁর বাইরে লাল ফেরারিতে আসা একদল যুবকের সঙ্গে কোডাক ব্ল্যাকের কোন্দল শুরু হয়। তার জেরেই প্রায় দশ রাউন্ড গুলি চলে বলে জানায় স্থানীয় পুলিশ। রেস্তোরাঁর বাইরে চলা গোলাগুলিতে আহত হন র‍্যাপার কোডাক ব্ল্যাকসহ ৪ ব্যক্তি।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। জানা যায়, যাঁরা গুলি চালায় তারা কোডাকের পরিচিত। তড়িঘডি় তাদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ, আপাতত তারা প্রত্যেকেই স্থিতিশীল। অন্যদিকে, জাস্টিন বিবারের সেই পার্টিতে উপস্থিত ছিলেন হেইলি বিবার, কোহল কার্দাশিয়ান, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টবি ম্যাগুয়ার, জেফ বেজো, লরেন স্যানচেজ, অ্যান্থরি রামোস, টনি গনজালেজসহ অনেক তারকা।

 

কলমকথা/সাথী