জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। বক্স অফিসে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন তিনি। কিন্তু তিনি কিনা থাকছেন ভাড়া ভাড়িতে! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের সঙ্গে একটি সেলফি প্রকাশ করেন বলিউডের ‘গ্রিক গড’। কিন্তু নেটিজেনদের চোখ আটকে যায় তার বাড়ির নোনা ধরা দেওয়ালে।
কমেন্টস বক্সে এটি নিয়ে একের পর এক মন্তব্য হতে থাকে। একজন লেখেন, ‘যাক দেখে ভালো লাগল বড়লোকদের বাড়ির দেওয়ালেও নোনা ধরে!’ অপর একজন মন্তব্য করেছেন, ‘এই প্রথম হৃতিক স্যারের আগে আমার নজর পড়ল দেওয়ালে।’ এদিকে মন্তব্যগুলো চোখ এড়ায়নি ‘কাবিল’ সিনেমাখ্যাত এই অভিনেতার। তিনি লেখেন, ‘এখন ভাড়া বাড়িতে আছি। খুব শিগগির নিজের নতুন বাড়ি কিনছি।’ হৃতিকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’।
২০১৯ সালে মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘ফাইটার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। পাশাপাশি ইংরেজি ভাষার ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে তৈরি একটি ওয়েব সিরিজে কাজ করছেন হৃতিক। তামিল ভাষার ‘বিক্রম বেদা’ সিনেমার হিন্দি রিমেকে এই অভিনেতা অভিনয় করবেন। এছাড়া ‘কৃষ-ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।