আইয়ুব বাচ্চু মিউজিক স্টেশনের (এবি মিউজিক স্টেশন) ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ১ জুলাই চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে।
উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক, সাংবাদিক, কবিসহ অনেকে। এতে গানে গানে কথামালায় স্মরণ করা হয়েছে বরেণ্য ও অতুলনীয় ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে।
সবার প্রাণবন্ত উৎসব মুখরতায় এতে গান পরিবেশন করেন চট্টগ্রামের শিল্পীরা। অনুষ্ঠানে সভাপতিত্বে করেছেন এবি মিউজিক স্টেশনের সভাপতি, বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।
প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের মহিলা কাউন্সিলর ও যন্ত্রসংগীতশিল্পী, কণ্ঠশিল্পী আনজুমান আরা। সংগঠন নিয়ে কথা বলেছেন এবি মিউজিক স্টেশনের উপদেষ্টা জ্যাকব ডায়েস, ইকবাল হায়দার, অচিন্ত কুমার দাস।
বক্তব্য রেখেছেন সাধারণ সম্পাদক কবি নাফিক আব্দুল আহ। শেষ পর্বে গান গেয়ে মাতিয়েছেন বিশিষ্ট সংগীতশিল্পী ইকবাল হায়দার, পূর্ণিমা চৌধুরী, গীতা আচার্য্য, বিলকিস বেগম,
সুপ্রিয়া মজুমদার, আরিফুন নেছা সিদ্দিকা, প্রিয়াংকা দাস, কাকলী দাস, শিপ্রা দাশ, মীম ভট্টাচার্য, বৃষ্টি চৌধুরী, চয়ন বড়ুয়া, তুলি নন্দীসহ অনেকে। পুরো অনুষ্ঠানটির সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সংগীতশিক্ষক ও শিল্পী অচিন্ত্য কুমার দাশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।