বর্তমান সময়ে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আলোচনায় উঠে এসেছেন। ফের ব্যক্তিগত প্রেম-বিয়ে নিয়েও বহুবার আলোচিত হয়েছেন।

কিছুদিন ধরে তিনি প্রেম-বিয়ে নিয়ে টানা খবরের শিরোনাম হচ্ছেন এই নায়ক। এবার বিজয় জানালেন, বিয়ের জন্য সময় বেঁধে দিয়েছেন তার বাবা-মা। গণ্যমাধ্যমকেকে বিজয় বলেন,‘আমাকে বিয়ে দেয়ার জন্য আমার বাবা-মা গত কয়েক বছর ধরেই প্রস্তুত। বাবা-মা নাতিনাতনির মুখ দেখতে চান। আগে বাবা-মা বিয়ের কথা বললে রেগে যেতাম। এখন বিয়ে নিয়ে আলোচনা করলে তা উপভোগ করি।

তারা তাড়াতাড়ি আমার বিয়ে দিতে চান। বিয়ের জন্য তারা আমাকে ২-৩ বছর সময় দিয়েছেন।’ বাবা-মা বারবার বিয়ের কথা বলছেন। কিন্তু বিয়ে নিয়ে বিজয় কী ভাবছেন? এ বিষয় বিজয় বলেন,‘আমি বিয়ে করে সন্তান চাই। কিন্তু বিয়ের জন্য এখনও প্রস্তুত নই। বিয়ে করে সুখী দাম্পত্য জীবন কাটাতে চাই। যেদিন জানব, আমি সংসারে নিমগ্ন হতে পারব; সেদিন বিয়ে করব।’