দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বরুণ তেজ ও লাবণ্য ত্রিপাঠি নিজেদের ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। একই সিনেমায় বেশ কিছু ছবিতে একসাথে জুটিও বেঁধেছেন এই যুগল।

তবে গণমাধ্যমের খবর, প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, প্রেমের মহে একসাথে একই ছাঁদের নিচে লিভ-ইনে আছেন তারা। গুঞ্জন উঠেছে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বরুণ ও লাবণ্য। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন লাবণ্য।

নিজের সম্পর্ক নিয়ে লাবণ্য বলেন, ‘আমি সিঙ্গেল। কারণ এখনো মনের মানুষ খুঁজে পাইনি।’ এসময় লিভ-ইন সম্পর্ক ও বিয়ের বিষয়টিকে ফালতু খবর বলে উড়িয়ে দিয়েছেন তিনি।