ঢালিউডের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরী অভিনয়ের জন্য বিভিন্ন সময় দেশে পুরস্কৃত হয়েছে। এবার ভারতে পুরস্কৃত হচ্ছেন তিনি। ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ নামের প্রতিষ্ঠান থেকে অভিনয়ে বিশেষ অবদানের তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
৯ জুন ভারতের কলকাতার রোটারি হাউস অডিটরিয়ামে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটিতে অংশ নিয়ে পূজা চেরী এখন কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে টেলিফোনে যুগান্তরকে তিনি বলেন, ‘অভিনয়ের জন্য আগে দেশ থেকে অনেক পুরস্কার পেয়েছি।
কিন্তু এবার দেশের বাইরে থেকে পুরস্কার পাচ্ছি। বেশ ভালো লাগছে। এটি শুধু আমার নয়, দেশের জন্যও এক সম্মানের বিষয়। এ পুরস্কার আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল।’ পুরস্কার গ্রহণ শেষে অল্প সময়ের মধ্যেই দেশে ফিরবেন এ চিত্রনায়িকা। এদিকে তার অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘জিন’, ‘সাইকো, ‘মাসুদ রানা’ নামের সিনেমাগুলো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।