আলোচিত ও বিগ বাজেটের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ গতকাল শুক্রবার (৯ সেপ্টেম্বর) ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট।

জানা গেছে, ৫ বছরেরও বেশি সময় নিয়ে তৈরি করা সিনেমাটি মুক্তির ঘণ্টা না পেরুতেই অনলাইনে ফাঁস হয়েছে। সিনেমাটি তামিলরকার্স, মুভিরুলজ, ফিল্মজিলা, ১২৩ মুভিজ, টেলিগ্রাম ও টরেন্টোর মতো সাইটে ফাঁস হয়েছে। তাই ইতিবাচক আলোচনা ও অগ্রিম বুকিং থাকার পরও বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অনেকেই। কারণ এর আগে রণবীরের ‘শমশেরা’, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’সহ অনেক সিনেমা এই সাইটগুলোতে ফাঁস হয়েছিল।

যার নেতিবাচক প্রভাব সিনেমাগুলোর আয়ের ওপর পড়েছিল। সেই জায়গা থেকে ‘ব্রহ্মাস্ত্র’ সাড়া জাগিয়ে লসের মুখ দেখবে না, এমন শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা দাবি করছেন, অনলাইনে ফাঁস হওয়ায় কিছুটা শঙ্কা থাকলেও দর্শকদের যে উন্মাদনা রয়েছে তাতে নেতিবাচক প্রভাব পড়ার কোনো লক্ষণ নেই।