কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। এই স্বপ্নের সেতুর বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষের মতো দেশের তারকারাও আনন্দিত।
ঐতিহাসিক সেতুর উদ্বোধনের তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে নায়ক অনন্ত জলিল সস্ত্রীক হেলকপ্টার নিয়ে পদ্মা সেতু পরিদর্শন করেছেন। স্ত্রী বর্ষা ও সন্তানসহ অপরূপ এই সেতুর সৌন্দর্য উপভোগ করেছেন এই তারকা দম্পতি।
এ সময় তারা পদ্মা সেতুর প্রায় ৫০০ ফুটের বেশি উপর থেকে পরিদর্শন করেন। অনন্ত জলিল তার অভিজ্ঞতার বিষয়ে বলেন, ‘আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতুর সঙ্গে ‘দিন দ্যা ডে’ সিনেমার সম্পৃক্ততা খুঁজে বের করা।
এদিকে নায়কের স্ত্রী বর্ষা বলেন, ‘হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখতে অনেক অনেক ভালো লাগছে। ভাবছিলাম, কবে পদ্মা সেতু দেখতে যাব, কিভাবে যাব? একটা প্রোগ্রাম করা উচিত।
কারণ, এটা (পদ্মা সেতু) আমাদের দেশের গর্ব। সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পদ্মা সেতু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হয়েছে। পুরো বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।