এ জুটি প্রেম-বিয়ে নিয়ে আলোচনায় কম হয়নি। গত কয়েক মাস ধরে তাদের বিয়ের একাধিক ডেট পাওয়া গেছে; কিন্তু বিষয়টি নিয়ে মুখ খুলেননি এই যুগল।
সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের তারিখ ঘোষণা করলেন নয়নতারার প্রেমিক বিগনেশ। মঙ্গলবার (৭ জুন) চেন্নাইয়ের তাজ ক্লাব হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিচালক জানান, আগামী ৯ জুন সাতপাকে বাঁধা পড়বেন নয়নতারা-বিগনেশ। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ৯ জুন তামিল নাড়ুর মহবালিপুরামের একটি রিসোর্টে বসবে নয়নতারা-বিগনেশের বিয়ের আসর। কয়েক দিন আগে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে দেখা করেন নয়নতারা-বিগনেশ। তার ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মূলত, মুখ্যমন্ত্রীকে বিয়ের নিমন্ত্রণ করার জন্যই গিয়েছিলেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।