ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি প্রথমবারের মতো সুবীর মণ্ডলের পরিচালনায় ‘আজকের শর্টকাট’ নামের সিনেমায় অভিনয় করলেন। এটির গল্প লিখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।
সম্প্রতি এই সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে। জানা গেছে, সিনেমাটির গল্পের দুই স্তম্ভ দুই মেরুর বাসিন্দা। বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ প্রায় প্রতিদিন ভারতে চিকিৎসা করাতে যায়। তাদের নিয়েই এই সিনেমার গল্প।
বাংলাদেশ থেকে যাওয়া তেমনই এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন অপু। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। এতে আরও অভিনয় করেছেন পরমব্রত চ্যাটার্জি, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।