ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কোলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে ওপার বাংলার টালিউডে অভিষেক হতে যাচ্ছে তার।
ওপার বাংলার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি এই কয়েক দিনে খুব মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষত ছেলে হওয়ার পর। আর তার আগে বাংলাদেশেই অনেক সিনেমার কাজ ছিল, তাই তেমনভাবে অন্যদিকে মন দিয়ে উঠতে পারিনি।
‘ সিনেমার প্রসঙ্গ বাদ দিয়ে অপুর কাছে জানতে চাওয়া হয় কোলকাতার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান? তবে রোম্যান্স প্রসঙ্গে নায়িকা মজার ছলে বলেন, ‘শাকিবও তো এখন কলকাতার হিরো।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।