জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। এদিকে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে আথিয়ার অনেক দিন থেকেই প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। শোনা যাচ্ছে, খুব শিগগির সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই জুটি। ইতোমধ্যে নাকি বিয়ের তোড়জোড়ও শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের ভেন্যু ঠিক করে ফেলেছেন আথিয়া ও রাহুল। বিদেশের কোনো লোকেশনে নয়, সুনীল শেঠির খাণ্ডালা বাংলো জাহান-এ হবে বিয়ের আনুষ্ঠানিকতা। পরিবার ও ঘনিষ্ঠজনদের নিয়েই সব আয়োজন হবে।
ইতোমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো ঘুরে দেখেছেন। বেশ কয়েক মাস ধরেই লিভ টুগেদার করছেন রাহুল ও আথিয়া। মুম্বাইয়ের বান্দ্রার সমুদ্রমুখী ফ্ল্যাটে একসঙ্গে থাকেন তারা। আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুতে তাদের বিয়ে হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।