বর্তমান সময়ে বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রভাসের প্রেমের গুঞ্জন ভারতীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশ পাচ্ছে।
বর্তমান সময়ে বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রভাসের প্রেমের গুঞ্জন ভারতীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশ পাচ্ছে। সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, নিজেদের নতুন সিনেমা ‘আদিপুরুষ’-এর শুটিংয়ের সময়েই এই জুটির মধ্যে শুরু হয়েছে তুমুল প্রেম।
তবে প্রেমের এই গুঞ্জনে এখনও মুখ খুলেননি দুই তারকার কেউ। তবে সম্প্রতি ভারতের জনপ্রিয় পরিচালক করণ জোহরের কফি উইথ করণে এসে প্রেমের গুঞ্জনের আগুনে আলাদাভাবে হাওয়া দেন কৃতি। অনুষ্ঠানটির একটি খেলায় প্রভাসকে ফোন করেছিলেন কৃতি।
আর কৃতির ফোন পেয়েই সাথে সাথে তা রিসিভ করেন প্রভাস। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আরও বড় করে মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রভাসের আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও নাম জড়িয়েছিলেন কৃতি। এছাড়া টাইগার শ্রফের সঙ্গেও প্রেমের সম্পর্কে নাম জড়িয়েছিলেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।