ওডিশা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রকৃতি মিশ্রা। সম্প্র্রতি ভুবনেশ্বরের রাস্তায় সহ-অভিনেতা বাবুশান মোহান্তির স্ত্রী তৃপ্তি শতপথির হাতে মারধরের শিকার হয়েছে এই নায়িকা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রকৃতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন তৃপ্তি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্রকৃতিকে গাড়ির মধ্যে চুল ধরে মারধর করছেন বাবুশানের স্ত্রী। সেই গাড়িতে ড্রাইভারের সিটে ছিলেন অভিনেতা বাবুশান। আচমকা এমন ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন অভিনেত্রী প্রকৃতি।

 

পথচারীরর কাছে সাহায্য চেয়ে না পেয়ে গাড়ি থেকে নেমে একটি অটোরিক্সার দিকে ছুটে যান তিনি। তার পেছনে ছুটতে থাকেন তৃপ্তি। ঘটনাটি নিয়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রকৃতি মিশ্রা লিখেছেন, ‘প্রত্যেকটা গল্পের দু’টো দিক থাকে।

দুর্ভাগ্যবশত, আমরা এমন সমাজে থাকি, যেখানে একটা মেয়ের কথা শোনার আগেই তাকে দোষী মনে করা হয়। আমি এবং আমার সহ-অভিনেতা বাবুশান একসঙ্গে চেন্নাই যাচ্ছিলাম। আমাদের কাছে উৎকল অ্যাসোশিয়েশনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ ছিল।

 

আচমকাই বাবুশানের স্ত্রী কিছু গুণ্ডা নিয়ে হাজির হয় এবং অভিনেতাকে প্রশ্নবাণে জর্জরিত করে, এরপর আমাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা নেবেন বলেও জানান প্রকৃতি। স্ত্রীর এমন কাণ্ডে বিব্রত অভিনেতা বাবুশান।

তিনি বলেছেন, আমরা শুধুই সহশিল্পী। একসঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলাম। ভবিষ্যতে একসঙ্গে একটি সিনেমাতেও অভিনয়ের কথা রয়েছে। তবে স্ত্রীর আপত্তি থাকলে সেই সিনেমা থেকে বেরিয়ে আসব।

ভবিষ্যতে প্রকৃতির সঙ্গে অভিনয়ও করব না। এই ঘটনার জেরে খারাভেলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রকৃতির মা কৃষ্ণাপ্রিয়া মিশ্রা।