বয়স যে আসলেই শুধুমাত্র একটি সংখ্যা তা যেন আবারও প্রমাণ করলেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন নতুন রূপে ভক্তদের চমকে দিচ্ছেন বলিউড বাদশা খ্যাত অভিনেতা শাহরুখ খান। সদ্যই নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে তার আসন্ন ‘পাঠান’ সিনেমার নতুন লুক শেয়ার করছেন শাহরুখ। আর তাতেই যেন ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
আরো পড়ুন: মানবসেবায় নিয়োজিত কুবি’র বন্ধু সংগঠন
ঘরোয়া উপায়ে ত্বকে আনুন উৎসবের জেল্লা
সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা শাহরুখের শার্টলেস এইট প্যাক অ্যাব থেকে যেন নজর সরেনি। পাশাপাশি ছবিটিতে তার শরীরের প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে ফ্রেমবন্দি হয়েছে। ঘাড় পর্যন্ত নেমে যাওয়া তার চুলে ফুটে উঠেছে গ্ল্যামারের রাজকীয়তা। সঙ্গে ছবিটির ক্যাপশনে শাহরুখ জুরে দিয়েছেন ‘সিলসিলা’ ছবির সংলাপ। নিজের উষ্ণ ছবির সঙ্গে একটি মজার ক্যাপশনও লিখলেন।
নিজের না পরা শার্টের উদ্দেশে শাহরুখ লিখেছেন, ‘তুমি হতে তো কেমন হতো……তুমি এটি জন্য চিন্তা করতে, তুমি এই কথায় কেমন হাসতে……তুমি হতে তো এমন হতো।’ কিং খানকে দেখে শুধু অনুরাগীরা নয়, রীতিমতো চমকে গিয়েছেন টাইগার শ্রফ, আরমান মালিক, ভূমি পেদনেকর থেকে রুক্মিণী মৈত্র, মনামী ঘোষ। কেউ লিখলেন, ‘ছবি দেখে মরে গেলাম’, কেউ লিখেছেন, ‘আগুন’। আবার কেউ বলছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না, বড় পর্দায় দেখার জন্য।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।