বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। গত ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেছেন। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন এই জুটি।
এদিকে বলি পাড়ায় নয়া গুঞ্জন— মা হতে চলেছে ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এই অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দরে মালদ্বীপ থেকে ফিরতে দেখা যায়। মূলত এরপর থেকেই গুঞ্জনের শুরু। নেটিজেনদের ধারণা— ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। আর বেবি বাম্প যেন না বোঝা যায় এ কারণেই ঢিলেঢালা পোশাক পরেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেত্রী।
তবে এই নিয়ে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা বা ভিকি কেউ-ই।
এর আগে অভিনেত্রী সোনম কাপুরকে এরকম ঢিলেঢালা পোশাকে বাহিরে বের হতে দেখা যায়। সেই সময় তারও মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিলে। তবে তখন সেটি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন বলিউডের ‘নীরজা’। কিন্তু এর কয়েক মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান সোনম।
ক্যাটরিনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সূর্যবংশী’। এছাড়া ‘ফোন ভূত’, ‘মেরি ক্রিসমাস’, ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।