বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়া গোয়া সফর শেষে ফেরার পথে যৌন হেনস্তার শিকার হয়েছেন।

সপরিবারে গোয়া থেকে মুম্বাই যাওয়ার পথে বিমানবন্দরে কর্মরত এক পুলিশ অফিসারের বিরুদ্ধে জোর করে লাইনচ্যুত করার অভিযোগ এনেছেন এই অভিনেত্রীর স্বামী ফারহান আজমি।

বলিউড অভিনেত্রীর স্বামী এক টুইটার বার্তায় জানান, বিমানবন্দরে কর্মরত এক অফিসার তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করেছেন এবং তাদের জোর করে আরেকটি লাইনে দাঁড়াতে বাধ্য করা হয়েছে।

এমনকি তারা আয়েশা টাকিয়াকে স্পর্শ পর্যন্ত করেছেন। টুইটারে ছবিসহ বিমানবন্দরের ঘটনার সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন এই অভিনেত্রীর স্বামী।

এছাড়া বিমানবন্দরের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আয়েশা টাকিয়া বলিউডে এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সালমান খানের ওয়ান্টেড ছবিসহ শাহিদ কাপুরের সাথেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।