এবার বিয়ের জল্পনা উসকে দিলেন বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ। গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেন এই তারকা। সাম্প্রতিক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনেই তিনি এই জল্পনার ইঙ্গিত দিয়েছেন।
ফাতিমা ইন্সটা ক্যাপশনে লিখেছেন, ‘নট বাধব না বাধব না, সেটাই আসল প্রশ্ন!’ তবে এই নট বলতে তিনি লেহেঙ্গার ব্লাউজের ফিতের কথা বলেছেন, নাকি গাঁটছড়ার কথা তাই এখন প্রশ্ন। ফাতিমা সানা শেখের এমন পোস্টের পরই শোনা যাচ্ছে, শিগগিরই বিয়ে করতে পারেন তিনি।
যদিও তিনি এখনও তার কাছের মানুষদের সাথে এ নিয়ে কোনো আলোচনা করেননি। ফাতিমার এই পোস্টে মন্তব্য করেছেন আমির কন্যা ইরা। চোখে হার্ট চিহ্নের একটি ইমোজি আইকন পোস্ট করেছেন। যেখানে আমির খান ও ফাতিমা সানা শেখকে জড়িয়েও মন্তব্য এসেছে।
একজন লিখেছেন, ‘নতুন মা-র সঙ্গে ভাব জমাচ্ছ নাকি তুমি?’ আরেকজন লিখলেন, ‘নিজের এনগেজমেন্টের পর এবার বাবার বিয়ের প্রস্তুতি শুরু।’ আরেকজন তো সরাসরি প্রশ্ন করলেন, ‘বিয়েটা কবে আমির আর ফাতিমার?’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।