![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/bd7b9c35-eea4-4f42-b7cf-16d6e299c100_nn.jpg)
‘রাধে শ্যাম’
‘রাধে শ্যাম’
ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা প্রভাসের নতুন ছবি ‘রাধে শ্যাম’ মুক্তি পেয়েছে। এই ছবিতে পূজা হেগড়ের প্রথমবারের মত জুটি বেঁধেছে প্রভাস। ১১ মার্চ (শুত্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাধে শ্যাম’। ছবিটি মুক্তির মাত্র ৪ দিনে ১৬৫ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলল।
প্রথম সপ্তাহে ২০০ কোটি রুপির বেশি সংগ্রহ করবে বলে আশা বাণিজ্য বিশ্লেষকদের। পোর্টালটির হিসাব বলছে, শুক্রবার ৭৯ কোটি, শনিবার ৪০ কোটি, রোববার ৩২ কোটি, সোমবার ১৪.১৮ কোটি রুপি; সর্বমোট ১৬৫.১৮ কোটি রুপি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, এ সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি রুপি। আর বিভিন্ন খবরে প্রকাশ, এ সিনেমায় প্রভাস পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। খরচ তুলতে হলে এ সপ্তাহে আরও বেশি সংগ্রহ করতে হবে। বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা বলছে, এ সিনেমার বক্স অফিস সংগ্রহ খুবই হতাশাজনক।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।