বলিউডের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যাচেলর সালমান খান। কবে বিয়ে করবেন তিনি, বহু বছর ধরেই এমন প্রশ্নের মুখোমুখি হয়ে চলেছেন এই মহাতারকা। এবং এবার, মনে হচ্ছে এই সুপারস্টার তাঁর পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত। বললেন, সন্তান নিতে চান তিনি।
কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানিয়েছিল, বিয়ে না করলেও সুপারস্টার শাহরুখ খান ও নির্মাতা-প্রযোজক করণ জোহরের পদাঙ্ক অনুসরণ করে সারোগেসির (গর্ভভাড়া) মাধ্যমে বাবা হওয়ার পরিকল্পনা করছেন ৫৩ বছর বয়সী সালমান খান।
সালমান খান যে বাচ্চাদের ভালোবাসেন, তা অজানা নয় কারো। সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার তিনি বাচ্চাদের সঙ্গে তোলা আদুরে ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। সালমান বললেন, সন্তান নিতে তীব্র ইচ্ছে রয়েছে তাঁর, তবে সন্তানের সঙ্গে মাকে চান না তিনি।
আজ মুম্বাই মিররের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, পিতৃত্বের পরিকল্পনা প্রকাশ করেছেন সালমান খান। বলেছেন, ‘আমি বাচ্চাকাচ্চা চাই, কিন্তু সন্তানের সঙ্গে মাও আসবে। আমি মা চাই না।’ তবে সালমান আরো জানান, সন্তানদের দেখভাল করার মতো সামর্থ্য তাঁর আছে। ওদের দেখভালের জন্য তাঁর ‘গোটা গ্রাম’ রয়েছে।
সন্তান নিতে চাইলেও আপাতত বিয়ের কোনো ইচ্ছে নেই বলিউড ভাইজানের। বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসার উত্তরে সালমান বলেন, ‘আপাতত নয়।’
এর আগে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন জানিয়েছিল, শাহরুখ খান, করণ জোহর, আমির খান, একতা কাপুর, তুষার কাপুরসহ বলিউডের অন্য সেলিব্রেটিদের দলে ভিড়তে চলেছেন ভাইজান সালমান খান, যাঁরা সারোগেসির মাধ্যমে তাঁদের সন্তান নিয়েছেন।
সালমান খানকে আগামীতে ‘ভারত’ সিনেমায় দেখা যাবে। এ ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে এবারের ঈদুল ফিতরে। ৫ জুন পর্দায় উঠবে ছবিটি। এ ছাড়া জনপ্রিয় ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির শুটিং করছেন সালমান, এ বছরের ২০ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।