সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ বিতর্কে পরিচালক করণ জোহরের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছিলেন কঙ্গনা রানাউত। করণকে সরাসরি ‘মুভি মাফিয়া’ বলেছিলেন বলিউডের ‘কুইন’। সেই থেকে দুজনের সম্পর্কের অবনতি। তা-ও প্রায় ছ’বছর হতে চলল।
কখনও কঙ্গনা সমালোচনা করেছেন করণের, কখনও পাল্টা জবাব দিয়েছেন করণও। লোকসভা নির্বাচনে সদ্য জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউতকে সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরে চড় মারার ঘটনায় সরগরম নেটদুনিয়া।
এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর গ্রেফতার হয়েছেন। নেটাগরিকদের একাংশ কুলবিন্দরকেই বাহবা দিচ্ছেন এই পদক্ষেপের জন্য। এ বার মুখ খুললেন করণ জোহর।
তিনি বলেন, ‘আমি এই ধরনের উগ্রতাকে সমর্থন করি না। কারও গায়ে হাত তোলা বা মুখেও অপমান করা সমর্থনযোগ্য নয়।’
কঙ্গনাকে চড়া মারার ঘটনা যারা ‘উদ্যাপন’ করছেন, তাদের উদ্দেশে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করেছেন শাবানা আজ়মিও। কঙ্গনার প্রতি ব্যক্তিগত অনুরাগ না থাকলেও চড়ের ঘটনা তিনি সমর্থন করছেন না বলেই জানান অভিনেত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।