![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/2cb8c62a-928a-404a-a0f5-9929e076a96a_nn.jpg)
অভিনেত্রী সুস্মিতা সেন
অভিনেত্রী সুস্মিতা সেন
বিচ্ছেদের প্রায় চার মাস পর ফের একসঙ্গে দেখা গেল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন ও তার থেকে বয়সে ১৬ বছরের ছোট প্রেমিক রহমান শলকে। গত সোমবার (২১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে ফের একসাথে দেখা মিলল সুস্মিতা-রহমানকে। সাবেক এই জুটির সঙ্গে দেখা গেছে সুস্মিতার ছোট মেয়েকেও।
এদিকে, সুস্মিতা একজন সিঙ্গেল মাদার। তিনি রিনিকে ২০০০ সালে ও আলিসাকে ২০১০ সালে দত্তক নেন। রিনি একটি শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। রহমান শাল পেশায় একজন মডেল।
বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। ২০১৮ সাল থেকে একসঙ্গে থাকছিলেন তারা। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরীর মুকুট পরেছিলেন সুস্মিতা সেন।
১৯৯৬ সালে ’দস্তক’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে আছে বিবি নং ওয়ান, ডু নট ডিস্টার্ব, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়া এবং তুমকো না ভুল পায়েঙ্গে, নো প্রবলেম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।