স্ত্রী টুইঙ্কেল খান্না লেখালেখির কাজে বর্তমানে লন্ডনে রয়েছেন। এইদিকে বলিউড অভিনেতা অক্ষয় কুমার রোমান্সে মজেছেন ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহির সঙ্গে! দুজনের রসায়নে মজেছে নেটাগরিকরা। মুগ্ধতা গলিয়ে তাদের জিজ্ঞাসা, টুইঙ্কেল জানে তো ব্যাপারটা?

‘সেলফি’ ছবির ‘কুড়িয়ে নি তেরি’ গানের তালে পা মেলাচ্ছেন অক্ষয়-নোরা। নিয়ন সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে সারা শরীরে রোদ মেখে নিয়েছেন নোরা। জঙ্গলের মধ্যে লাল মাটির পথ। গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে নাচে কালো স্যুট আর টুপি পরা অক্ষয়ের কণ্ঠলগ্না হয়ে প্রেম নিবেদন করলেন মডেল-তারকা।

ভিডিওর সেই ঝলক সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘নোরা যেকোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালাতে পারে। তুমি কি পারো?’ সেখানেই কয়েকজন মন্তব্য করলেন, ‘টুইঙ্কেলকে বলেছেন, এ কথা?’

২০১৮ সালে মুক্তি পাওয়া দ্য প্রোফেসির ‘ভাইব’ গানটির রিমেক ভার্সন ‘কুড়িয়ে নি তেরি’। গানটি রিক্রিয়েট করেছেন তানিষ্ক বাগচী। গেয়েছেন প্রোফেসি এবং জাহরা খান।