বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল কিছু দিন আগে। মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি স্বীকার করে নিয়েছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, শীঘ্র জন্ম নেবে তার প্রথম সন্তান।
বিপাশার পোস্ট করা ছবিতে দেখা গেছে স্বামী করণ সিং গ্রোভারকেও। দুইজনেই মিলিয়ে সাদা শার্ট পরেছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে উচ্ছ্বসিত বিপাশা।
ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনকে অন্য মাত্রা দিয়েছে। আমাদের স্বাভাবিক জগতটাকে কিছুটা বড় করে দিয়েছে। আমরা এ জীবন একা শুরু করেছিলাম। তার পর আমাদের দেখা হলো, সেখান থেকে আমরা দুজন হলাম। আমরা এখন তিনজন হতে যাচ্ছি। আপনাদের নিঃশর্ত ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ’।
সঙ্গে সঙ্গেই বয়ে যায় শুভেচ্ছার বন্যা। তাদের শুভকামনা জানিয়েছেন সোনম কাপুর, আলিয়া ভাটসহ অনেকে। ২০১৫ সালে হরর ফিল্ম ‘অ্যালোন’র সেটে বিপাশা-করণ একে অপরের প্রেমে পড়েন।
এরপর ২০১৬ সালে করেন বিয়ে। মাঝে মধ্যেই দুজন সোশাল মিডিয়ায় নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত ভাগ করে নিয়েছেন। অন্যদিকে, বহুদিন ধরে ইন্ডাস্ট্রি থেকে দূরে আছেন অভিনেত্রী। এ কারণেই রটে, তিনি মা হতে চলেছেন। অবশেষে সেটাই সত্য হলো।
সূত্র: ইন্সটাগ্রাম, ইন্ডিয়ান এক্সপ্রেস
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।