অবশেষে প্রকাশ পেয়েছে রণবীর-আলিয়া জুটির নতুন সিনেমার ট্রেইলার। সিনেমার নাম ‘ব্রহ্মাস্ত্র’। বুধবার (১৫ জুন) সকালে এই সিনেমার ট্রেইলারটি সকলের সামনে আনেন পরিচালক অয়ন মুখার্জি। এই সিনেমার মূল আকর্ষণ ভিএফএক্স এর অসাধারণ কাজ। ট্রেইলারে তারই কিছু ঝলক দেখা গেছে।
তার সঙ্গে রয়েছে রোমান্স এবং জমজমাট অ্যাকশন। শুরুতেই শোনা যায় অমিতাভ বচ্চনের কণ্ঠ। তার ভয়েসওভারই জানিয়ে দেয় এই ছবির সারাংশ। শিবা নামের এক যুবককে কেন্দ্র করে এর কাহিনী।
শিবা জানে না যে পৃথিবীর আদি শক্তি থেকে তৈরি হওয়া ব্রহ্মাস্ত্রের রক্ষক সে-ই। আলিয়াকে দেখা যাবে ইশার চরিত্রে। গুরুজির ভূমিকায় থাকছেন অমিতাভ। নাগার্জুনের চরিত্রেরও হালকা আভাস পাওয়া গেছে ট্রেইলারে ৷
মৌনি রায় থাকছেন ডার্ক রোলে। দেখা গেছে তার ঝলকও। তবে ট্রেইলারটিতে ত্রিশূল হাতে একটি চরিত্রকে নিয়ে ধোঁয়াসা সৃষ্টি হয়েছে। যার মুখ স্পষ্ট না হলেও অনেকেই অনুমান করছেন সেই ব্যক্তি শাহরুখ খান। এই সিনেমাটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর।
পুঁজিবাজার অবশ্যই চাঙা হবে: অর্থমন্ত্রী
ই ছবিতেই প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন রণবীর-আলিয়া। তাই ‘রালিয়া’ ভক্তদের কাছে এই ছবি নিয়ে থাকছে বাড়তি উন্মাদনা। ‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের (শিবা) কাহিনিই দেখানো হবে। যে চরিত্রে রয়েছেন রণবীর কাপুর।
ছবির ট্রেলার জুড়ে রয়েছে অমিতাভ বচ্চনের ভয়েস ওভার। তিনি জানান, বায়ু, জল, আকাশ, ক্ষিতি, অগ্নি-‘পঞ্চত্ব’ যাবতীয় শক্তি লুকানো আছে অস্ত্রের মধ্যে। আর সেই সব অস্ত্রের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘ব্রহ্মাস্ত্র’।
‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গে জন্মসূত্রে বাঁধা রয়েছে শিবার ডোর। ‘ব্রহ্মাস্ত্র’-এর রক্ষাকর্তা সে, অমিতাভ জানায়- সে নিজেই একটা অস্ত্র (অগ্নি)। কেন আগুন তাঁকে জ্বালায় না, সেই সত্যির মুখোমুখি হতেই পালটে যাবে শিবার জগত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।