বলিউড অভিনেতা রণবীর কাপুর। ডাকাত রূপে দেখা দিলেন তিনি রণবীরের পরবর্তী সিনেমা ‘শমশেরা’। এতে তাকে দেখা যাবে ডাকাত চরিত্রে। সম্প্রতি সিনেমাটিতে এই অভিনেতার লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি। রণবীর চেহারায় যে পরিবর্তন এনেছেন তা দেখে অনেকেই চমকে উঠছেন।
এর আগে সিনেমাটির একটি মোশন পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা। সেখানে অবশ্য রণবীরকে দেখা যায়নি। তবে ব্যাকগ্রাউন্ডে তাকে হিন্দিতে বলতে শোনা যায়, ডাকাতি তার পেশা কিন্তু ধর্ম স্বাধীনতা।
শামশেরা হল যশ রাজ ফিল্মসের ব্যানারে করণ মালহোত্রা পরিচালিত একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা ফিল্ম। এই ছবির ট্যাগ লাইন হল ‘করম সে ডাকাত, ধরম সে আজাদ’।
ছবিতে রণবীর কাপুরকে একজন ডাকাত শামশেরার ভূমিকায় দেখা যাবে। তিনি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্ত, বাণী কাপুর, আশুতোষ রানা, সৌরভ শুক্লা এবং রনিত রায়। ছবিটির মুক্তির তারিখ ২২ জুলাই ২০২২। ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলেগু ভাষায় ডাব করা হবে।
রণবীর কাপুরের অন্যান্য আসন্ন প্রজেক্ট
রণবীর কাপুরের অন্যান্য সিনেমার কথা বললে, ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম ছবি ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসবে। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে রণবীরের সঙ্গে আরও অভিনয় করবেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুন আক্কিনেনি এবং মৌনি রায়।
এছাড়া তিনি লাভ রঞ্জনের একটি ছবিতেও কাজ করছেন। তিনি ‘কবীর সিং’ এবং ‘অর্জুন রেড্ডি’ খ্যাতির সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘পশু’ তেও অভিনয় করছেন, তিনি ছাড়াও পশুতে অভিনয় করেছেন অনিল কাপুর, রশ্মিকা মান্দান্না, ববি দেওল এবং পরিণীতি চোপড়া।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।